কলকাতা পুরসভার দায়িত্ব গ্রহণের পরেই কলকাতাতে করোনা মুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে প্রশাসক মণ্ডলী। এই মুহুর্তে কলকাতাকে করোনা মুক্ত করাই মূল লক্ষ্য ফিরহাদের।
এই মুহুর্তে সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি কলকাতা পুরসভার ৪, ৫, ৬ ও ৭ নম্বর বোরো। সোমবার কলকাতা পুরসভার এই ৪ নম্বর বোরোতেই করোনা সম্বন্ধীয় বিশেষ বৈঠক সারে নবগঠিত প্রশাসক মণ্ডলী।
কোন ওয়ার্ডে কতজন করোনা পজিটিভ আছেন মূলত তাই নিয়েই আলোচনা হয়েছে বৈঠকে। কেন এই এলাকাগুলিতেই মূলত সংক্রমণের সংখ্যা বাড়ছে সে বিষয়ে আলোচনা হয়। সমস্ত এলাকায় ঠিকমত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে কিনা সে বিষয়ে নজর রাখার নির্দেশ দেন প্রশাসক।
অন্যদিকে, করোনা মোকাবিলায় কী করা উচিত আর কী করা উচিত নয় এই নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছিল স্বাস্থ্য বিভাগ। সেই তথ্যচিত্রগুলি বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে প্রচার করার নির্দেশ দেওয়া হয় এ দিনের বৈঠকে।
জানা গিয়েছে, সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ নেওয়া যায়, সেবিষয়ে এদিন ওই এলাকার কাউন্সিল অফ অ্যাডমিনিস্ট্রেটরদের মতামত চান ফিরহাদ হাকিম।
বৈঠক শেষে এলাকা পরিদর্শনে বেরোন প্রশাসক। এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ৪ নম্বর বোরো কো-অর্ডিনেটর স্মিতা বক্সী সহ এই বোরো অন্তর্গত সব ওয়ার্ড কো-অর্ডিনেটর। এছাড়া উপস্থিত ছিলেন ২ নম্বর বোরোর চারটি ওয়ার্ডের ওয়ার্ড কো-অর্ডিনেটররা।