মহারাষ্ট্রের পালঘরে আত্মীয়ের শেষকৃত্যে যোগ দিতে যাওয়া দুই সন্ন্যাসী ও তাঁদের গাড়ির চালককে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনার কথা এখনও মুছে যায়নি দেশবাসীর মন থেকে। এরই মধ্যে ঝাড়খণ্ডের দুমকায় ফের একবার গণপিটুনি দিয়ে যুবককে হত্যা করার অভিযোগ উঠল। দুমকার একটি গ্রামের কয়েকজন গ্রামবাসীর অভিযোগ, দুই যুবক মিলে নাকি ছাগল চুরি করছিল। কেবল সন্দেহের বশেই তাদের দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মার মারা হয়। এই গণপিটুনির জেরে এক যুবকের মৃত্যু হয়েছে। আরেক যুবক গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি।
সূত্রের খবর, গণপিটুনিতে মৃত্যু হওয়া যুবকের নাম সুভান আনসারি। তার বয়স ২৬। গুরুতর আহত আনসারী বন্ধুর নাম দুলাল মৃধা। তার বয়স ২২। দেশজুড়ে করোনা আবহের মধ্যে এই নিয়ে দ্বিতীয় গণপিটুনির ঘটনা ঘটলো। তবে এখনো কোনও অভিযোগ পুলিশ দায়ের করেনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, খুব শিগগির অভিযোগ দায়ের করা হবে এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে।
জানা গিয়েছে, সোমবার পাশের গ্রাম থেকে বেশ কয়েকটি ছাগল চুরি হয়ে যায়। আর চুরির ঘটনার কিছুক্ষণ পরই ওই দুই যুবককে ছাগল কাটতে দেখেন কয়েক জন গ্রামবাসী। যা দেখে তাঁদের সন্দেহ হয়, তারাই বুঝি ছাগল চুরি করেছেন। তাঁদের ঘিরে ধরে চোর চোর আখ্যা দিতে থাকেন কয়েক জন গ্রামবাসী। এরপর তাঁদের ওপর চড়াও হন গ্রামবাসীরা। যতক্ষণ না দুজনেই নিস্তেজ হয়ে পড়ে ততক্ষণ চলে মার। খবর পেয়ে পুলিশ যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। পুলিশ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় সুভান আনসারীর।