করোনা আতঙ্ক কাটিয়ে ছন্দে ফিরছে বিশ্ব ফুটবল। অনেকই জোর দিচ্ছেন ফাঁকা গ্যালারিতে খেলার বিষয়ে। তবে জার্মানি, স্পেন, ইটালি, ইংল্যান্ডে নতুন করে মারণভাইরাসে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে ফুটবলারেরা, তাতে শেষ পর্যন্ত লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা ফাঁকা মাঠে খেলতে নামবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে এই বিষয়ে স্পষ্ট না বলেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। তার মতে, আগে সুস্থতা।
করোনা সংক্রমণ সত্ত্বেও যে ভাবে ফাঁকা মাঠে লা লিগা, বুন্দেশলিগা বা ইপিএল শুরুর চেষ্টা চলছে, তাতে সম্মতি নেই সুনীল ছেত্রীর। সোমবার ভারতীয় দলের অধিনায়ক বলে দিলেন, “শুধু আমি একা নই, কোনও খেলোয়াড়ই ফাঁকা মাঠে খেলতে পছন্দ করবেন না। তবে এটা স্বাভাবিক সময় নয়।” আরও যোগ করলেন, “শুধু ভারত বলেই নয়। সারা বিশ্বের কাছে এটা ব্যতিক্রমী সময়। যা আগে কখনও হয়নি। সবার উচিত পরিস্থিতির কথা মাথায় রাখা। আগে সুস্থ থাকা জরুরি। তারপর সবকিছু।
সুনীল বললেন, “নিজেকে সুস্থ রাখতে বাড়িতে থাকছি। বাবা, মা, স্ত্রী কাউকেই বাড়ির বাইরে যেতেও দিচ্ছি না। জীবন আগে। তার পরে খেলা।’’ কিন্তু মেসি-রোনাল্ডোরা ফাঁকা স্টেডিয়ামে খেলতে নেমে পড়লে আপনিও কি দর্শকশূন্য স্টেডিয়ামে আইএসএল খেলতে রাজি হবেন না? দেশের জার্সিতে সর্বকালের সেরা গোলদাতা বলে দেন, “এটা একেবারেই আমার পছন্দ নয়। সমর্থনও নেই। তবে আমি তো নিয়মের বাইরে নই। ফেডারেশন যা ঠিক করবে, সেটা মেনে চলব। আমি মনে করি না, ফুটবলারদের নিরাপত্তা বা জীবন বিপন্ন হয় এ রকম কোনও সিদ্ধান্ত কেউ নেবেন।’’