কোভিড সংকটের মধ্যেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ দফতরের সচিব বদল করল রাজ্য সরকার। সরানো হল স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে। নতুন স্বাস্থ্যসচিব করা হয়েছে নারায়ণ স্বরূপ নিগমকে। এতদিন তিনি ছিলেন পরিবহণ সচিব।
মঙ্গলবার এই বদলির কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন। স্বাস্থ্যসচিবের পদ থেকে সরিয়ে বিবেক কুমারকে পরিবেশ দফতরে পাঠানো হয়েছে। আর পরিবহণসচিবের দায়িত্বে থাকা নারায় স্বরূপ নিগমকে করা হয়েছে নতুন স্বাস্থ্যসচিব।
করোনা পরিস্থিতি চলাকালীন স্বাস্থ্যসচিবের কাজে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনা সংক্রমণের সময় যে ভাবে একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংক্রমিত হয়েছেন ও তাঁদের যেভাবে মৃত্যু হয়েছে তাতে একেবারেই অখুশি মুখ্যমন্ত্রী৷তাই সরিয়ে দেওয়া হল স্বাস্থ্যসচিব বিবেক কুমারকে।
এদিকে রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ২ হাজার ৬৩ জন৷ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত ১২৪, মৃত ৫৷ এই মৃত ৫ জনের মধ্যে ৩ জন কলকাতার বাসিন্দা৷ রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা ১১৮৷ সুস্থ হয়েছেন ৪৯৯ করোনা আক্রান্ত৷