প্রায় ২ মাস পর ট্রেনিংয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এই দুঃসময়ে ফুটবলকেই হাতিয়ার হিসেবে বেছে নিচ্ছেন রিয়াল মাদ্রিদের সের্খিয়ো র্যামোস। তার মতে এই উপায়েই মন ভালো থাকবে সকলের।
র্যামোস বলে দিচ্ছেন, এই কঠিন সময় থেকে সকলকে মুক্তি দিতে পারে ফুটবলই। তাই যত তাড়াতাড়ি সম্ভব, মাঠে ফিরতে হবে তাঁদের। রবিবারই লা লিগার দুই ডিভিশনে খেলা পাঁচ ফুটবলারের শরীরে নতুন করে করোনাভাইরাস ধরা পড়েছে। যা ফের প্রশ্ন তুলে দিয়েছে খেলা শুরু করা নিয়ে। র্যামোস যদিও বলেছেন, “করোনা অতিমারির এই আতঙ্ক থেকে মানুষকে মুক্তি দিতে তাঁদের দৃষ্টিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়া প্রয়োজন। আমি মনে করি, ফুটবল তা পারে। দেশের ভেঙে পড়া অর্থনীতিও চাঙ্গা হয়ে উঠবে ফুটবল ফিরে এলে। বুন্দেশলিগা শুরু করার সিদ্ধান্ত নিয়ে জার্মান ফুটবল সংস্থা যে দিশা দেখিয়েছে, তাকে অনুসরণ করতে হবে আমাদেরও।”
অন্যদিকে জুনের মাঝামাঝি লা লিগা শুরুর প্রস্তাবে খুব একটা সায় নেই র্যামোসের প্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনার ডিফেন্ডার জেরার পিকের।
আগেই অনুশীলন শুরু করে দিয়েছে বার্সেলোনা। সোমবার খুয়ান গাম্পার ট্রেনিং সেন্টারেও ট্রেনিং চলে। জেরার পিকে সেই ট্রেনিংকে ‘কচ্ছপের গতি’ আখ্যা দেন। সোজাসাপ্টা ভঙ্গিতে তিনি বলেও দিয়েছেন, এই সময়ে শাকিরা এবং সন্তানদের থেকে দূরে থাকা নিয়ে মোটেও স্বস্তিতে নেই। ‘‘এখন পরিবারকে ছেড়ে ট্রেনিং করতে না হলেই আমরা খুশি হব।’’ তবে যোগ করছেন, ‘‘লা লিগা আয়োজকদের দিকটাও দেখতে হবে। ওরা লিগটা শেষ করতে চান।’’ এই মুহূর্তে লা লিগা টেবলে শীর্ষে মেসিদের বার্সেলোনাই। তবে পিকে বলছেন, ‘‘লিগ শেষ না করে ও ভাবে জিততে ভাল লাগবে না।’’