মঙ্গলবারের মধ্যেই বাংলায় ফিরতে চলেছেন ভিন রাজ্যে আটকে থাকা প্রায় সাড়ে চার হাজার পরিযায়ী শ্রমিক৷ কর্ণাটক, তামিলনাড়ু এবং পাঞ্জাব- মূলত এই তিন রাজ্য থেকেই পরিযায়ী শ্রমিকদের ফেরার কথা৷
মঙ্গলবার থেকেই নয়াদিল্লী-হাওড়া রেল পরিষেবা শুরু হচ্ছে৷ এর ফলে সেই সংখ্যাটা আরও বাড়বে৷ রেলের এক আধিকারিকও জানিয়েছেন, ট্রেন চলাচল শুরু হলে অন্যান্য রাজ্য থেকে বাংলায় ফিরে আসা মানুষের সংখ্যা আরও বেশ কিছুটা বাড়বে৷
রবিবার দুপুরেই বেঙ্গালুরু থেকে বাঁকুড়ার উদ্দেশ্যে একটি ট্রেন রওনা দিয়েছে৷ বেঙ্গালুরু থেকে জলপাইগুড়ি এবং পুরুলিয়াগামী আরও দু’টি ট্রেনেরও অনুমোদন দিয়েছে রাজ্য৷ বেঙ্গালুরু থেকে বাঁকুড়ায় যে ট্রেনটি আসছে, সেটিতে ১৮৭৪ জন পরিযায়ী শ্রমিক, পর্যটক এবং ছাত্রছাত্রী রয়েছেন৷ তাঁদের মধ্যে ১৩৪৭ জন বাঁকুড়ার বাসিন্দা এবং ৫২৭ জন ঝাড়গ্রামের বাসিন্দা৷
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কর্ণাটক সরকারের পোর্টালে এ রাজ্যর প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিক নাম নথিভুক্ত করেছেন৷ আটকে থাকা শ্রমিকদের ফেরানোর জন্য বাংলার কাছে দু’টি ট্রেনের অনুমোদন চেয়েছিল কর্ণাটক সরকার৷ সোমবার তামিলনাড়ু থেকে আরও একটি ট্রেনের বাংলার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা৷
এর পাশাপাশি বাংলার প্রায় ২৬০০ পরিযায়ী শ্রমিককে ফেরানোর জন্য রাজ্য সরকারের কাছে দু’টি ট্রেনের অনুমোদন চেয়েছে পাঞ্জাব৷