কোনও ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার না হওয়ায় এখনও পর্যন্ত করোনা মোকাবিলার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা। তাই ভাইরাস সংক্রমণ রোধ করতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে একটানা লকডাউন। দফায় দফায় এর মেয়াদ বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে লকডাউন যত বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তি যেন আরও বাড়ছে। প্রবল অর্থ সংকটে আধ পেটা খেয়েই দিন কাটাচ্ছেন বহু অসহায়, দুঃস্থ মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য অভিনব উদ্যোগ নিল বসিরহাটের তৃণমূল নেতৃত্ব। বিধায়কের উদ্যোগে বসল বিনামূল্যের বাজার।
জানা গিয়েছে, বিধায়ক দীপেন্দু বিশ্বাস ও বসিরহাটের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস সভাপতি তরুণ ভৌমিক ও অন্যান্য কর্মীদের সহযোগিতায় স্থানীয় সূর্যকান্ত পার্কে আয়োজন করা হয় এই ফ্রি বাজারের। যাবতীয় সবজি, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়েছে ওই বাজারে। ফাঁকা ব্যাগ নিয়ে সেখানে গেলে গ্যাঁটের কড়ি খরচ না করেই মন পসন্দ বাজার নিয়ে বাড়ি ফিরতে পারবেন দুঃস্থ মানুষেরা। এই ফ্রি বাজারে ভিড় হবে তা আশঙ্কা করে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে সেদিকেও বিশেষ নজর দিয়েছেন উদ্যোক্তারা। ক্রেতা, বিক্রেতা উভয়ের জন্যই মাস্ক, স্যানিটাইজার, ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।
তবে এই বাজার থেকে ব্যাগ ভরে ঘরে ফিরতে হলে আপনার কাছে থাকতে হবে একটি বিশেষ কুপন। ওই কুপন নিয়ে লাইনে দাঁড়ালেই মিলবে বাজার করার সুযোগ। কুপন পাওয়ার জন্য আগে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই ফ্রি বাজার প্রসঙ্গে বিধায়ক দীপেন্দু বিশ্বাস বলেন, করোনা সংক্রমণ রুখতে টানা লকডাউনে প্রবল সমস্যায় পড়েন মানুষ। চরম খাদ্য সংকটে ভুগছেন দুঃস্থ মানুষেরা। সেই সব মানুষদের মুখে হাসি ফোটাতেই তৃণমূলের তরফে এই উদ্যোগ। স্বাভাবিকভাবেই শাসক দলের এ হেন উদ্যোগে হাসি ফুটেছে অঞ্চলের দরিদ্র মানুষগুলোর।