চিন্তা বাড়াচ্ছে তিলোত্তমা। একদিকে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সেই সংক্রমণে লাগাম পড়াতে বাড়ছে কনটেনমেন্ট জোনের সংখ্যা। ৩২৬ টি থেকে এই এলাকার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৮টি। এর মধ্যে উত্তর ও মধ্য কলকাতার এলাকার সংখ্যাই বেশি। তবে দক্ষিণ শহরতলির বহু এলাকা নয়া তালিকায় যুক্ত হয়েছে।সিল করা হয়েছে একাধিক এলাকা। প্রসঙ্গত, ১০ মে পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শহরে নতুন আক্রান্ত ৩৭ জন। একই সময়ে শহরে মৃত ১০। এরপরই কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়।
জানা গিয়েছে, তিলোত্তমার কনটেনমেন্ট জোনগুলির মধ্যে সবচয়ে বেশি রয়েছে উত্তর ও মধ্য কলকাতায়। তবে যাদবপুরের বিভিন্ন এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। তালিকায় যোগ হয়েছে দক্ষিণ শহরতলির একাধিক এলাকা। এমনকী, আইএলএস নেতাজিনগর এলাকায় কয়েকজন আক্রান্তের হদিশ মিলেছে। এরপর সেই এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
তবে কনটেনমেন্ট জোন যেমন বাড়ছে তেমনই তা নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট সচেষ্ট পুরসভা। কনটেনমেন্ট এলাকাগুলিতে মোবাইল ভ্যান নিয়ে বাড়ি বাড়ি ঘুরে করোনা পরীক্ষার জন্য সোয়াব সংগ্রহ করবে কলকাতা পুরসভা। বস্তি এবং ঘনজনবসতিপূর্ণ এলাকাগুলিতে ঘুরবে কলকাতা পুরসভার এই মোবাইল ভ্যান। মোবাইল ভ্যান ছাড়াও