আজ সকালেই বুকের যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। আর এদিনই বেলা গড়াতেই তীব্র পেটে যন্ত্রণা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। পরিবার সূত্রের খবর, লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে এই প্রবীণ নেতাকে।
সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গত পাঁচ দিনে এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার হাসপাতালে ভর্তি হতে হল। তাঁর দলের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী জানিয়েছেন, গত সপ্তাহের বুধবারই তীব্র পেটের যন্ত্রণা নিয়ে উত্তরপ্রদেশের ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুলায়ম সিং যাদব। এরপর শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজ সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ফের মেদান্ত হাসপাতলে রুটিন চেকআপের জন্য জান মুলায়ম। তখনই তাঁকে আবার ভর্তি করে নেন চিকিৎসকরা।