দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কিন্তু এই মারণ ভাইরাস সংক্রমণ হওয়ার অজুহাতে শ্রমিক শ্রেণির অধিকারে হস্তক্ষেপ করা যাবে না। সোমবার রাজ্য সরকারগুলির উদ্দেশে এমনটাই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, করোনার অজুহাতে অনেক রাজ্য সরকারই শ্রম আইনে পরিবর্তন করতে চাইছে। শ্রমিকদের ন্যূনতম অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে।
প্রসঙ্গত, করোনা আবহে আবারও দেশের বিরোধী শিবিরের মধ্যমণি হয়ে উঠেছেন রাহুল। প্রায় প্রতিদিনই নতুন নতুন ইস্যু তুলে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন তিনি। সোমবার প্রাক্তন কংগ্রেস সভাপতি আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরব হলেন। এক টুইট বার্তায় রাহুল বলছেন, ‘অনেক রাজ্য সরকার শ্রম আইনে পরিবর্তন আনতে চাইছে। করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা সবাই একজোট। কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘন, অসুরক্ষিত কর্মস্থল এবং শ্রমিকদের কণ্ঠস্বর দমনের অজুহাত হিসেবে ব্যবহৃত হতে পারে না।’
বস্তুত, করোনা পরবর্তী সময়ে অর্থনীতিকে ফের সুদৃঢ় করতে একাধিক রাজ্য শ্রম আইনে পরিবর্তন আনার পরিকল্পনা করছে। এদের মধ্যে অগ্রণী মোদীরাজ্য গুজরাত। এই রাজ্যগুলি শিল্পকারখানার মালিকদের উপর বোঝা কমাতে শ্রমিকদের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক গাইডলাইন শিথিল করার পক্ষে। প্রয়োজনে কাজের সময়ও বাড়ানো হতে পারে। যা শ্রম আইনের পরিপন্থী। কংগ্রেস দলগতভাবে এর বিরোধিতা করছে।