দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবং নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। এবার যেমন দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়ে গেল। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ৬৭১৫২। পাশাপাশি মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২০৬। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪২১২ জন। এর আগে ভারতে একদিনে এত লোক আক্রান্ত হননি। এই সময়ে প্রাণ হারিয়েছেন ৯৭ জন।
অন্যদিকে, এখনও পর্যন্ত ২০৯১৭ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। ভারতে এক্টিভ কেস এই মুহূর্তে ৪৪০২৯। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ২২,১৭১ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ৮৩২ জন। তারপরেই আছে গুজরাত (৮১৯৪), তামিলনাড়ু (৭২০৪), দিল্লী (৬৯২৩), রাজস্থান (৩৮১৪), মধ্যপ্রদেশ (৩৬১৪), উত্তরপ্রদেশ (৩৪৬৭), অন্ধ্রপ্রদেশ (১৯৮০), বাংলা (১৯৩৯), পাঞ্জাব (১৮২৩), তেলেঙ্গানা (১১৯৬)।