রবিবার রাত ৮টা ৪৫ মিনিট নাগাদ হঠাতই শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব হওয়ায় দিল্লী এইমস-এর কার্ডিয়ো-নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হয় বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংকে। রাতে পরিস্থিতি উদ্বেগজনক হলেও পরবর্তী সময় জানানো হয় তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। এই খবর শোনার পরেও উদ্বেগ কাটেনি ভারতের রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বদের। প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় সকলে।
ইতিমধ্যেই দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে কংগ্রেস সাংসদ শশী থারুর, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, সকলে ডঃ মনমোহন সিংয়ের শারীরিক সুস্থতা কামনা করেছেন। কেজরিওয়াল টুইটে লেখেন, ‘ডঃ মনমোহন সিং-জীর স্বাস্থ্য নিয়ে খুবই চিন্তায় আছি। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সারা দেশ তাঁর জন্যে প্রার্থনা করছে।’ আবার কর্ণাটকের কংগ্রেস পার্টি প্রধান ডে কে শিবকুমার লিখেছেন, ‘ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং-এর স্বাস্থ্য নিয়ে চিন্তায় আছি। আমার মতো কয়েক কোটি ভারতীয় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।’