বাংলায় করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান নিয়ে কেন্দ্র ও রাজ্যের যুযুধান চরমে। প্রথম থেকেই যে দ্বন্দ্ব সময়ে-অসময়ে দেখতে পাওয়া যাচ্ছিল তা এবার আরও মারাত্মক আকার নিতে চলেছে। সূত্রের খবর, বাংলায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান এবার সরাসরি নির্ধারিত করতে চলেছে মোদী সরকার। কীভাবে এই কাজ করা যায় সেটা নিয়েই এখন পরিকল্পনা করতে শুরু করেছে কেন্দ্র।
ইতিমধ্যেই দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য আরটি-পিসিআর অ্যাপ তৈরি করেছে আইসিএমআর ও এনআইসি। যারা স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষা করছেন, তার তথ্য এবার সরাসরি আইসিএমআর-র হাতে পৌঁছে যাবে এই অ্যাপের মারফত। কেন্দ্র চাইছে, এই অ্যাপের মাধ্যমেই বাংলার সকল করোনা কেসগুলির সন্ধান পেতে। করোনা সম্পর্কিত এই তথ্যগুলি এতদিন কেবল রাজ্য সরকারের স্বাস্থ্যদফতরই দেখভাল করছিল এবং তারাই প্রকাশ করত। কিন্তু এবার সেখানেও সরাসরি হস্তক্ষেপ করতে চাইছে মোদী সরকার। স্বাভাবিক ভাবেই কেন্দ্রের এই অতি সক্রিয়তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ উঠছে।
এতদিনে করোনা সম্পর্কিত তথ্যের যে কাজ কাগজে-কলমে হয়ে এসেছে, এই অ্যাপের মাধ্যমে তা ডিজিট্যাল পদ্ধতিতে নিয়ে যেতে চাইছে কেন্দ্রীয় সরকার। এতে তথ্য ইনপুট করার পুরো ক্ষমতাটাই স্বাস্থ্যকর্মীদের হাতে থাকবে। ফলে তথ্য গোপনের কোনও অভিযোগ এই ক্ষেত্রে খাটবে না। যদিও কেন্দ্র এখনও এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। ফলে রাজ্যের তরফেও কোনও প্রতিক্রিয়া মেলেনি।