রাজ্যে করোনা সংক্রমণ রোধ করতে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে আরও উন্নত করতে আগেই নেওয়া হয়েছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। করোনা যুদ্ধে কোন পথে এগোনো উচিত, সেই পরামর্শ নিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শীর্ষে রেখে মুখ্যমন্ত্রী নিজে তৈরি করেছিলেন বিশেষজ্ঞ কমিটি। এই সংক্রান্ত তথ্য-পরিসংখ্যানের জন্য তৈরি করা হয়েছে অডিট কমিটিও। এবার কলকাতার কোভিড হাসপাতালগুলিতে কীভাবে চিকিৎসা চলছে, তা খতিয়ে দেখার জন্যও ৫টি পৃথক দল গড়ল স্বাস্থ্য ভবন। আজ বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে।
কলকাতা শহরের এখনও পর্যন্ত মোট পাঁচটি হাসপাতালে করোনা সংক্রমণজনিত রোগীদের চিকিৎসা হচ্ছে। বেলেঘাটা আইডি, এমআর বাঙুর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল, রাজারহাটের সিএনসিআই, সল্টলেকের দুটি বেসরকারি হাসপাতাল। এই হাসপাতালগুলিতে কীভাবে চিকিৎসা চলছে, কোন পদ্ধতিতে চলছে, সেখানকার সামগ্রিক ব্যবস্থাপনা – সবটাই খতিয়ে দেখবে স্বাস্থ্যভবনের তৈরি এই ৫টি টিম। এবং সেইমতো মেল করে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে স্বাস্থ্যভবনে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকেই এই নজরদারি দলের কাজ শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি রাজ্যে করোনা চিকিৎসা ব্যবস্থা বিষয়ক আগাগোড়া দেখভালের জন্য নির্বাচিত মন্ত্রীদের নিয়ে কোভিড ম্যানেজমেন্ট কমিটিও তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। তারপর এদিন স্বাস্থ্য ভবন আলাদা করে ৫ টি প্রতিনিধি দল গড়ল। ওয়াকিবহাল মহলের ধারণা, করোনা চিকিৎসা নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগের পথ বন্ধ করে রাজ্যকে ফের সুস্থ ও স্বাভাবিক করে দিতে বদ্ধপরিকর রাজ্য প্রশাসন। আর সেই কারণেই রাজ্যের এমন নতুন পদক্ষেপ।