ক্রমশই এই রাজ্যে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। শেষ তিন-চার দিনের অঙ্ক বলছে, রোজ গড়ে ১০০ জন করে কোভিড-১৯-এ আক্রান্ত হচ্ছেন এই বাংলায়। আর শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১৫৩। মারা গেছেন ১৪ জন। আজ, রবিবার সন্ধেয় স্বাস্থ্য ভবনের তরফে প্রকাশিত বুলেটিনে এমনটাই জানা গেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১৯৩৯।
স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জন মারা যাওয়ার ফলে রাজ্যে বর্তমানে মোট কোভিডে মৃত্যু সংখ্যা দাঁড়াল ১১৩। আরও ৭২ জন করোনা সংক্রামিত ব্যক্তি ইতিমধ্যেই মারা গেছেন কো-মর্বিডিটির কারণে। অর্থাৎ করোনা সংক্রমণ শরীরে থাকা অবস্থায় এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ১৮৫ জনের।
গত কাল সন্ধেয় জানা গেছিল, ১০৮ জন নতুন করে আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ১৭৮৬। আজ সেটা বেড়ে হল ১৯৩৯। এঁদের মধ্যে এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেস অর্থাৎ শরীরে করোনার জীবাণু সক্রিয় রয়েছে ১৩৩৭ জনের। রবিবারের বুলেটিন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪৫ জন। গতকাল জানা গেছিল সুস্থ হয়েছেন মোট ৭২ জন। ফলে এ পর্যন্ত রাজ্যে মোট সেরে ওঠা করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪১৭।