তৃতীয় দফার লকডাউনে খানিক ছাড় মিলতেই হু হু করে বাড়তে শুরু করেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে ৩২৭৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী রবিবার, ১০ মে, সকাল ৮টা পর্যন্ত দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২৯৩৯। এছাড়াও, দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ২১০৯ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১২৮ জন।
এদিকে, গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১৫১১ জন। যার ফলে ভারতে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯৩৫৮ জন। অর্থাৎ এই মুহূর্তে দেশে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৪১৪৭২। এর আগের ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত দেশে আক্রান্ত বেড়েছিল ৩৩২০। মৃত্যু হয়েছিল ১০৩ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন ১৩০৭ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু সেই তুলনায় বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। সঙ্গে অবশ্য মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের এই পরিসংখ্যান ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাজ্যের তরফে পাঠানো পরিসংখ্যান খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে। দেশে সংক্রমণ বাড়লেও প্রায় প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। এই মুহূর্তে ভারতে করোনা থেকে সুস্থতার হার ৩০.৭৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২০ দিন ধরে প্রতিদিন এই হার একটু একটু করে বেড়েছে। এই বৃদ্ধি যথেষ্ট ইতিবাচক বলেই জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।