করোনার থাবায় এই মুহূর্তে থরহরিকম্প গোটা দেশ। ভাইরাস সংক্রমণ রোধ করতে জারি একটানা লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে গৃহবন্দী থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। আর এই পরিস্থিতিতেই একেবারে ঢাল-তরোয়ালহীন অবস্থায় অর্থাৎ পর্যাপ্ত মাস্ক, প্রোটেক্টিভ অ্যাপ্রন, গ্লাভস ছাড়াই প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁদের। তাও কিনা আবার খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গড়ে! হ্যাঁ, এর ফলে শুক্রবার মোদীর জন্মস্থান গুজরাতের ভাদনগর গ্রামে ধর্মঘটে বসলেন মহিলা স্বাস্থ্যকর্মীরা এবং আশা কর্মীরা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুখ পুড়েছে তাঁর এবং রাজ্যের বিজেপি সরকারের।
করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সামনে থেকে লড়াই করা এই স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, তাঁরা কেউই গ্লাভস, স্যানিটাইজার, পিপিই কোনটিই পাননি। এরপরই সামাজিক দূরত্ব মেনেই ধর্মঘটে বসতে বাধ্য হন তাঁরা। খোদ মোদী রাজ্যের এ হেন পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। করোনা মোকাবিলায় রাজ্যের পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করা কেন্দ্র কেন মোদীর গ্রামের এই পরিস্থিতি দেখছেন না এই সুরেই এদিন প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে দলের তরফে এক সাংসদ টুইটারে লেখেন, ‘এনআরআই-দের দেশে ফেরাতে এখন ব্যস্ত প্রধানমন্ত্রী। এদিকে তাঁর নিজের গ্রামে ভয়াবহ অবস্থা স্বাস্থ্য-আশাকর্মীদের? মোদী-শাহ আপনারা শুনতে পাচ্ছেন?’