করোনাভাইরাসের কারণে বর্তমান আর্থিক বছরে শূন্য শতাংশ বৃদ্ধি দেখবে ভারত। যার অর্থ এই অর্থবর্ষে দেশে কোনও অর্থনৈতিক বৃদ্ধিই ঘটবে না। শুক্রবার এমনটাই ইঙ্গিত দিয়েছেন সমীক্ষা সংস্থা মুডিজের সমীক্ষকরা।
রেটিং এজেন্সি মুডিজ জানিয়েছে ২০২০-২১ আর্থিক বর্ষে কোনও বৃদ্ধিই দেখবে না ভারতের অর্থনীতি। তবে সুদিনের দেখা মিলবে ২০২২ অর্থবর্ষে। সে বছর ৬.৬শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে মুডিজে। সংস্থার একটি রিপোর্টে দাবি করা হয়েছে করোনাভাইরাস যে ভাবে সারা দেশে ছড়িয়ে পড়েছে তার জেরে থমকে গিয়েছে স্থিতিশীল রাজস্ব একত্রীকরণের সম্ভাবনা।
এখনও পর্যন্ত করোনা সঙ্কট মোকাবিলায় ভারত ২২.৫৩ বিলিয়ন মার্কিন ডলার স্টিমিউলাস প্ল্যান চালু করেছে যেখানে সরাসরি অর্থ সাহায্যের পাশাপাশি কয়েক কোটি গরিব মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দ্বিতীয় দফায় ছোট এবং মাঝারি ব্যবসায়ীদেরও অর্থ সাহায্যের পরিকল্পনা রয়েছে সরকারের।
আপাতত ভারতের অর্থনীতির রেটিং আউটলুক নেগেটিভ করেছে মুডিজ। তবে তারা জানিয়েছে সময়ের সঙ্গে যদি নজরে পড়ার মতো অর্থনীতিতে কোনও পরিবর্তন আসে, তাহলে রেটিং ফের স্থিতিশীল করা হবে।
গত নভেম্বরেই পিছিয়ে পড়ে অর্থনৈতিক বৃদ্ধির ফলে ভারতের দ্বিতীয় নিম্নতম বিনিয়োগ হার বা বিএএ২–কে স্থায়ী থেকে নেগেটিভ বলে উল্লেখ করেছিল মুডিজ। তার উপর দীর্ঘ লকডাউন, গ্রামীণ অর্থনীতিতে অস্বাভাবিক রাজস্ব ঘাটতি, কর্মসংস্থান না হওয়া আরও খারাপ প্রভাব ফেলতে চলেছে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে। মনে করছেন বিশেষজ্ঞরা। নূন্যতম জিডিপি–র বৃদ্ধি যদি উচ্চ স্তরে না পৌঁছয় তাহলে কেন্দ্রীয় সরকারকে গুরুতর সঙ্কটের মুখোমুখি হতে হবে, সতর্ক করছে মুডিজ।