জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে সংক্রমণ বেড়েই চলেছে। গতকালই দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছিল ভাইরাসের সংক্রমণে। এবার করোনার বলি এক সাংবাদিক। কোভিড পজিটিভ ধরা পড়ার পরেই আগ্রার এসএন মেডিক্যাল কলেজে চিকিৎসা চলছিল ওই সাংবাদিকের। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা ছিল সঙ্কটজনক।
খবর সংগ্রহ করতে গিয়ে এর আগেও সাংবাদিকরা ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। বহু সাংবাদিককেই এই পরিস্থিতিতে বাইরে বেরোতে হচ্ছে। করোনা আক্রান্ত এলাকায় গিয়ে খবরও জোগাড় করতে হচ্ছে অনেককে। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাঁদের শরীরেও। গত মাসে, মুম্বাইতে ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। চেন্নাইতে ভাইরাস সংক্রামিত হন দু’জন সাংবাদিক।
প্রসঙ্গত, দিল্লীতে করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। কেন্দ্রের পরিসংখ্যানে আজ শুক্রবার সকাল অবধি সংক্রামিতের সংখ্যা ৫৯৮০। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬ জনের। কেজরিওয়াল সরকার জানিয়েছে, ৭০ হাজারের বেশি জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন সংক্রামিতদের মধ্যে রয়েছেন ৬ জন ডাক্তার। অন্যদিকে, নিরাপত্তাবাহিনীর মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে।