অন্ধ্রপ্রদেশের বিশাশাপত্তনমে গ্যাস লিক কাণ্ডে মৃতদের সংখ্যা বেড়ে ১১ হয়ে গিয়েছে। এখনও কয়েক হাজার হাসপাতালে ভর্তি। এরই মধ্যে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারপিছু ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। অসুস্থদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গ্যাস লিক করার কারণ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি অনুসন্ধান কমিটিও গঠন করা হবে বলে ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ সরকার।
গ্যাস লিক হওয়া বিশাখাপত্তনমের ওই সংস্থার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিল্পমন্ত্রী এমজি রেড্ডি। পরিস্থিতির উপর নজর রেখেছে কেন্দ্র। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক ও বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে এমার্জেন্সি মিটিং করেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশাখাপত্তনমের গ্যাস লিকের ঘটনা আগাগোড়া পর্যবেক্ষণে রেখেছে কেন্দ্র। এই ঘটনায় রাজ্যকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটারে জানিয়েছেন, ‘বিশাখাপত্তনমের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। কথা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গেও। বিষয়টি নজরে রয়েছে।’
লকডাউনের জেরে প্রায় ৪৫ দিন বন্ধ ছিল এলজি পলিমার্স ইন্ডাস্ট্রির ওই কারখানা। নতুন করে কারখানা খোলার প্রস্তুতি নেওয়া হয়েছিল, তার মাঝেই এই ঘটনা ঘটল। কারখানা বন্ধ থাকার ফলে রক্ষণাবেক্ষণ হয়নি অনেকদিন। সেই থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাত ২.৩০ নাগাদ আচমকা ২ হাজার মেট্রিক টনের একটি ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করে। প্রায় ২০০০ মানুষ এই গ্যাস লিকের ফলে অসুস্থ হয়ে পড়েন। গ্যাস দুর্ঘটনার পরপরই এলাকা খালি করে দেয় পুলিশ। আপাতত কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন এলজি পলিমার্স ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ।