কোথাও ‘দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তা নিখোঁজ’। আবার কোথাও ‘রাজু বিস্তা কোথায় আছেন?’ বিজেপি সাংসদ রাজু সিং বিস্তার নামে এমনই নিখোঁজ পোস্টার পড়ল শিলিগুড়ি শহর জুড়ে।
করোনা পরিস্থিতিতে লক ডাউনের শুরুর পর থেকেই নিজের সাংসদ এলাকায় দেখা যায়নি রাজু বিস্তাকে। আর এরই মাঝে বুধবার রাতে শহরের পানিটাঙ্কি মোড়, এয়ারভিউ মোড়-সহ একাধিক জায়গায় সাংসদের নিখোঁজের পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সংসদীয় এলাকায় না দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় রাজু বিস্তা। সম্প্রতি করোনা পরিস্থিতি ও রেশন দুর্নীতি নিয়ে রাজু বিস্তা নিজের ফেসবুক পেজে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। একইসঙ্গে বিজেপির সাংসদদের জোর করে গৃহবন্দি রাখা ও ত্রাণ বিলি করতে বাধা দেওয়ার জন্য রাজ্যের পুলিশের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন রাজু বিস্তা। কিন্তু সংকটের পরিস্থিতিতে সংসদীয় এলাকায় তাঁকে দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শেষমেশ এলাকায় নিখোঁজ পোস্টার লাগালেন তাঁরা।