করোনা আবহে প্রায় বিশ্ব জোড়া লকডাউনের জেরে আন্তর্জাতিক বাজারে যেমন চাহিদা কমছে জ্বালানি তেলের। তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে তেলের দামও। কিন্তু এর একেবারে উল্টো ছবি ধরা পড়েছে দেশে। গোটা পৃথিবীতেই যখন তেলের দাম কমেছে, তখন ভারতে এক ধাক্কায় তেলের দাম অনেকটাই বাড়িয়েছে মোদী সরকার। রাজস্ব ঘাটতি এবং তা পুষিয়ে নিতে জ্বালানি তেলের ওপর বাড়তি উৎপাদন শুল্ক চাপিয়েছে তারা। মঙ্গলবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ১০ টাকা ও ১৩ টাকা উৎপাদন শুল্ক বসানো হচ্ছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন জারি হয়েছে দেশজুড়ে। জোন-ভিত্তিক ছাড় মিললেও, এর জেরে ক্ষতিকে অস্বীকার করা যাবে না। বিশেষত প্রভাব পড়েছে রাজ্যগুলির জিএসটি বাবদ আয়ের উপরও। যা আদায়ে জ্বালানি এবং মদের ওপর বাড়তি শুল্ক বসাচ্ছে রাজ্য সরকারগুলি। তাই জ্বালানির বর্ধিত দাম এখানেই থামছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। আগামীদিনে আরও বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম।
ইতোমধ্যেই যেমন পেট্রোল-ডিজেলের ওপর ভ্যাট বাড়িয়েছে দিল্লী, পাঞ্জাবের মতো রাজ্য। প্রতি লিটারে পেট্রোলে ১.৬৭ টাকা ও প্রতি লিটার ডিজেলে ৭.১০ টাকা ভ্যাট চাপিয়েছে কেজরিওয়াল সরকার। যার জেরে, রাজধানীতে পেট্রোল ও ডিজেলের লিটার প্রতি দাম বেড়ে হয়েছে যথাক্রমে ৭১.২৬ টাকা ও ৬৯.৩৯ টাকা। একইভাবে পাঞ্জাবেও পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ২ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সরকার।