অবসরের বিদায়কালীন অনুষ্ঠানে বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত। স্পষ্টভাবে তিনি বললেন, ‘দেশের আইনি ব্যবস্থা ধনী ব্যক্তিদের বা ক্ষমতায় থাকা ব্যক্তিদের সহায়তা করে!’ অবসরের প্রাক্কালে সুপ্রিম বিচারপতির এই মন্তব্য দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
করোনাভাইরাস সঙ্কটের জন্য বিচারপতি দীপক গুপ্তের বিদায়কালীন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। তিনি হয়তো দেশের প্রথম বিচারপতি যার বিদায়কালীন অনুষ্ঠান ভার্চুয়াল পদ্ধতিতে হল। এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, ‘দেশের আইনি ব্যবস্থা তখনই সক্রিয় মাত্রায় কাজ করে যখন কোন ধ্বনি বা ক্ষমতাসীন ব্যক্তি জেলে থাকে। কিন্তু গরিব বা ক্ষমতাহীন ব্যক্তির ক্ষেত্রে আইনি প্রক্রিয়া গতি হারায়। দেশের আইনি ব্যবস্থা সম্পূর্ণভাবে ধনী ব্যক্তিদের সহায়তা করে। এই সমস্ত মানুষের মধ্যে কেউ জেলে থাকলে বারবার তারা উচ্চ আদালতে আবেদন করতে পারে যতক্ষণ না সে জামিন পাচ্ছে। কিন্তু গরিবদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কারণ টাকার অভাবে সব সময় তারা উচ্চ আদালতে আবেদন করতে পারে না।’
গোটা বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি অন্যান্য আইনজীবীদেরও নিশানা করেছেন। তাঁর বক্তব্য, অনেক আইনজীবীরা রয়েছেন যারা রাজনৈতিক পক্ষপাতিত্ব করে আলোচনা বা তর্ক করেন, কিন্তু আইনের হয়ে কথা বলেন না। কোন মামলা লড়ার সময় নিজের মক্কেল এবং আইনের হয়ে কথা বলতে হবে, অন্যের হয়ে কথা বললে চলবে না। এক্ষেত্রে তিনি বলেন, উটপাখির মত বিচারপতিরা তাদের মাথা লুকোতে পারে না। সমস্যাকে খুঁজে বের করতে হবে এবং তাদের আইনি ব্যবস্থা অনুসারেই সমাধান করতে হবে।