দিনকে দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। যার জেরে গতকালই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। আর সেই মতোই এবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে ৫২ হাজার ছাড়িয়ে ৫৩ হাজারের পথে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ৫২,৬৫২। মাত্র ১১ দিনে ভারতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
এর পাশাপাশি, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮৩। শেষ ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২৬১ জন। মৃত্যু ঘটেছে ৮৯ জনের। অন্যদিকে, এখনও পর্যন্ত ১৫,২৬৬ জন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এবং ভারতে এক্টিভ কেস এই মুহূর্তে ৩৫,৯০২। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও দেশে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে ১৬,৭৫৮ জন করোনা আক্রান্ত, মারা গিয়েছেন ৬৫১ জন। তারপরেই আছে গুজরাত (৬৬২৫), দিল্লী (৫৫৩২), তামিলনাড়ু (৪৮২৯), রাজস্থান (৩৩১৭), মধ্যপ্রদেশ (৩১৩৮), উত্তরপ্রদেশ (২৯৯৮), অন্ধ্রপ্রদেশ (১৭৭৭), পাঞ্জাব (১৫১৬), বাংলা (১৪৫৬), তেলেঙ্গানা (১১০৭)।