এবার পাড়ায় পাড়ায় শিবির করে সন্দেহভাজন ব্যক্তিদের লালারস সংগ্রহ করে করোনা পরীক্ষা শুরু করল কলকাতা পুরসভা। আপাতত সর্বাধিক সংক্রমণপ্রবণ বলে চিহ্নিত সেই এলাকা থেকে লালারস সংগ্রহ করে পিজি হাসপাতালে পাঠানো হচ্ছে।
পর্যায়ক্রমে শহরের সমস্ত ওয়ার্ডেই এই পরীক্ষার জন্য শিবির করা হবে বলে বুধবার কলকাতার মেয়র ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। তাঁর কথায়, “প্রথমদিন ২৫০ জন ব্যক্তির থেকে লালারস সংগ্রহ করা হয়েছে। দৈনিক হাজার ব্যক্তির পরীক্ষার টার্গেট নেওয়া হয়েছে।”
এছাড়াও পিজি’র উপর ভরসা না করে নিজস্ব ল্যাবেই করোনা পরীক্ষার জন্য আইসিএমআর-এর কাছে পুরসভা অনুমতি চেয়ে আবেদন করেছে বলেও এদিন মেয়র জানান। তিনি বলেন, “পুরসভার নিজস্ব ল্যাবে আরটিপিসিআর করার উন্নতমানের বিদেশি যন্ত্র রয়েছে। শুধু বায়োসেফটি ওয়াল তৈরি করে নিলেই রাজ্য সরকারের কাছ থেকে কিট নিয়ে ওই মেশিনে পরীক্ষা করা যাবে। পুরসভা আইসিএমআর-এর অনুমতির অপেক্ষায় রয়েছে।”
স্বাস্থ্যভবনের রিপোর্ট, এদিনও কলকাতায় নতুন করে ৫৫ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে মহানগরে এখনও পর্যন্ত ৭১৮ জন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলল।