করোনার ভয় না কাটলেও বিশ্বফুটবলে নতুন শুরুর ঢাকের বাদ্যি বেজে গেল। বার্সেলোনায় প্রায় দু’মাস পরে অনুশীলনে ফিরলেন লিয়োনেল মেসি ও তাঁর সর্তীথেরা। নিজেদের নিরাপদ রাখতে তারকাদের অনেকেই মুখাবরণ পরে ট্রেনিং সেন্টারে এলেন, অনুশীলন করলেন। কাউকে কাউকে দেখা গেল গ্লাভসও পরতে।
সরকারি নির্দেশ মেনে বার্সার সবাইকেই করোনায় আক্রান্ত কি না জানতে মেডিক্যাল পরীক্ষা দিতে হবে। মঙ্গলবারই বার্সার ট্রেনিং গ্রাউন্ডকে নিরাপদ বলে জানিয়ে দেয় লা লিগা কমিটির একটি বিশেষ দল। বুধবার কিকে সেতিয়েনের দলের রবের্তো, রাকিতিচ, টের স্টেগানরা প্রথম মাঠে পৌঁছন। তার পরে মেসি, সুয়ারেসরা আসেন একে একে। সাধারণত এই দু’জন একসঙ্গে অনুশীলনে আসেন। বুধবার কিন্তু তাঁরা পৌঁছন আলাদা-আলাদা গাড়িতে।
র্জামানিতে বুন্দেশলিগা শুরু হয়ে যাচ্ছে এই মাসের মাঝামাঝি সময়েই। জার্মান চ্যান্সেলর আঙ্খেলা ম্যার্কেল বুধবারই এই ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন। তবে সব ম্যাচই হবে দর্শকহীন স্টেডিয়ামে। এবং সেখানেও সব ক্লাবের ফুটবলারদের নিয়মিত করোনার পরীক্ষা দিতে হবে। নির্দেশ না মানা হলে জার্মানির সরকার এই ব্যাপারে কড়া পদক্ষেপ করবে বলে জানিয়ে দিয়েছে। রাজনৈতিক নেতাদের আশীর্বাদেই ইউরোপের সেরা পাঁচটি লিগের একটি র্জামান বুন্দেশলিগা শুরু হচ্ছে প্রথম। নতুন শুরুর সম্ভাব্য তারিখ ১৬ অথবা ১৭-ই মে।