ত্রিপুরার দু’জন মারণ ভাইরাসের থাবায় পড়েছিলেন। তারপর সুস্থ হয়ে ওই দুই কোভিড আক্রান্ত বাড়ি ফেরার পর সপ্তাহ দুয়েক আগে ত্রিপুরাকে করোনা-মুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। দু’দিন আগেই জানা যায় বিএসএফ ব্যাটেলিয়নের ১৪ জন কোভিড আক্রান্ত হয়েছে। সংক্রমণ সেখানেই থেমে রইল না। ত্রিপুরায় আরও ১৩ জন সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানের শরীরে মিলল করোনা ভাইরাসের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ত্রিপুরাবাসীর কাছে আবেদন করেছেন, আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশিকা মেনে চলুন। ধলাই জেলাকে রেড জোন ঘোষণা করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। লাগোয়া দু’টি জেলাকে অরেঞ্জ জোন চিহ্নিত করেছে ত্রিপুরা সরকার।
প্রসঙ্গত, এই ১৩ জন বিএসএফ জওয়ান ১৩৮ নম্বর ব্যাটেলিয়নের বলে জানা গিয়েছে। আগরতলা থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে ধলাই জেলায় বিএসএফ-এর দুই জওয়ানের শরীরে কোভিড পজিটিভ মেলে শনিবার। তারপর আরও ১২ জনের লালারসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয় পরীক্ষার জন্য। রবিবার রাতে রিপোর্ট আসে পজিটিভ।