ফের তৃণমূল কর্মীর বাড়িতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। জানা গেছে কাল গভীর রাতে দেগঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও বোমাবাজির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় পঞ্চায়েত সদস্যের স্বামীকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। মারধর করা হয়েছে পঞ্চায়েত সদস্যা পারভিনা বিবি ও তাঁর বৃদ্ধ শ্বশুরকেও। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে স্থানীয়রা। তাঁদের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই কাল এভাবে হামলা চালিয়েছে।
দেগঙ্গার ঝিকড়া গ্রামের বাসিন্দা পঞ্চায়েত সদস্যা পারভিনা বিবি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আচমকাই তাঁর বাড়ির বাইরে জড়ো হয় ১০-১২ জন দুষ্কৃতীর একটি দল। বোমাবাজির পাশাপাশি বাড়ি লক্ষ্য করে গুলি চালায় তাঁরা। অভিযোগ, আচমকাই ভিতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পারভিনা বিবির স্বামী আসাদুল হককে কোপায় অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় ওই পঞ্চায়েত সদস্যাকেও। রেহাই পাননি তাঁর বৃদ্ধ শ্বশুর। অভিযোগ মারধরের পর আগুন লাগিয়ে দেওয়া হয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে। পুড়ে ছাই হয়ে গিয়েছে মোটরবাইক, ল্যাপটপ-সহ বিভিন্ন সামগ্রী।
এই খবর মিলতে রাতেই ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের দুটি গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে অপরাধীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। প্রায় চার ঘন্টা পর পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ। পুলিশ সূত্রে খবর, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত আসাদুল। এই হামলা পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ আধিকারিকরা। একইসঙ্গে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশিতে নেমেছে পুলিশ।