করোনা আবহে প্রায় বিশ্ব জোড়া লকডাউনের জেরে আন্তর্জাতিক বাজারে যেমন চাহিদা কমছে জ্বালানি তেলের। তেমনি তার সঙ্গে পাল্লা দিয়ে কমছে তেলের দামও। কিন্তু এর একেবারে উল্টো ছবি ধরা পড়েছে দেশে। হ্যাঁ, চাহিদা কম থাকায় গোটা পৃথিবীতেই যখন তেলের দাম কমেছে, তখন ভারতে এক ধাক্কায় তেলের দাম অনেকখানিই বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। সরকারের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধেই এবার সরব হয়ে উঠলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এদিন নিজের টুইটার হ্যান্ডেলে এক টুইট করে রাহুল বলেন, ‘মারণ করোনাভাইরাস এর বিরুদ্ধে যুদ্ধে নেমে দেশের কোটি কোটি ভাই-বোনের আর্থিক সংকট চরম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এমনই এক সময়ে দাম কমানোর পরিবর্তে পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ১০ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। অথচ বিশ্ব বাজারে এখন তেলের দাম সর্বনিম্ন। সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি অনৈতিক। এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত সরকারের।’