মারণ ভাইরাসের প্রকোপে একবারে দেশজুড়ে সবকিছু যেমন থমকে গেছে, তেমনই বদলে যাচ্ছে অনেক চিরাচরিত প্রথা। জাতীয় পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আর সেই মনোনয়ন পাঠাতে হবে এবার ই-মেলে।
ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “করোনা মোকাবিলায় সারা দেশে লকডাউন চলছে। তাই দফতরে হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত মনোনয়নের স্ক্যান কপি এবং কর্তৃপক্ষের সুপারিশ নিদিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের দফতরে পাঠাতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুন।”
এই বছর রাজীব খেলরত্ন সহ একাধিক পুরস্কার বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কোভিড-19 মতো অতি মহামারীর কারণে দেশজুড়ে লকডাউন চলছে। সেইজন্য এবার খেলোয়াড়দের মনোনয়নপত্র পাঠাতে হবে ই-মেল মারফত।
জাতীয় পুরস্কারের জন্য মনোনয়ন প্রক্রিয়া শুরু হয় এপ্রিল মাসে। কিন্তু এবার মার্চ মাসের শেষ থেকেই দেশজুড়ে লকডাউন শুরু হয়ে যায়। তাই সময় মতো জাতীয় পুরস্কারের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া সম্ভব হয় নি।