করোনা সংক্রমণ রোধ করতে গোটা দেশ জুড়ে চলছে তৃতীয় দফার লকডাউন। আর এর জেরেই দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়ে হতাশায় দিন কাটাচ্ছেন ভিনরাজ্যের শ্রমিকরা। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে আটক বাংলার শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচেষ্টার ফলে প্রথম দফায় ট্রেনে করে আজমের থেকে ১২০০ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফিরিয়ে আনা হয়েছে। তবে এর একেবারে বিপরীত ছবি ধরা পড়ল বিজেপি শাসিত কর্ণাটকে। সেখানে পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত ট্রেন বাতিল করল ইয়েদুরাপ্পা সরকার।
রাজ্যের বিভিন্ন জায়গায় নির্মাণ কাজ ফের শুরু হয়েছে। তাই ভিন রাজ্য থেকে এখানে আসা পরিযায়ী শ্রমিকদের কর্ণাটক না ছাড়ার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। বিল্ডার্সদের সঙ্গে বৈঠকের পরেই পরিযায়ী শ্রমিকদের জন্য নির্ধারিত ট্রেন বাতিলের ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে বুধবার থেকে পূর্ব নির্ধারিত সমস্ত ট্রেন বাতিল করার আবেদন জানিয়ে রেলমন্ত্রককে একটি চিঠিও পাঠানো হয়েছে। যে কারণে বেজায় ক্ষুব্ধ লকডাউনের জেরে সেখানে আটক ভিনরাজ্যের শ্রমিকরা।
কর্ণাটক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তারপরই রেল কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়। তবে এই বিশেষ ট্রেন পরিষেবা আচমকা কেন স্থগিত রাখা হল ওই চিঠিতে তার কোনও কারণ উল্লেখ করা হয়নি। যা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নির্মাণ সংস্থাগুলির মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকের পরে রাজ্যের অর্থনীতি পুনরুজ্জীবিত করার জন্য পরিযায়ী শ্রমিকদের কর্ণাটকেই থেকে যাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।