রেশনে চাল দুর্নীতির অভিযোগ খারিজ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার একাধিক টুইটে তথ্য, যুক্তি দিয়ে নদীয়ার হাবিবপুরের চাল দুর্নীতি যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন তিনি। পাশাপাশি ‘ফেক নিউজ’ ছড়ানোয় বিরোধীদের একহাত নেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে টুইটে তাৎপর্যপূর্ণভাবে তিনি লিখলেন ‘সত্যান্বেষী’।
বেসরকারি রাইস মিল থেকে সরকারি চাল পাচার করা হচ্ছে, এই অভিযোগে শুক্রবার সকালে বিক্ষোভ দানা বাঁধে নদিয়ার রানাঘাটের হাবিবপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, শ্রীকৃষ্ণ রাইসমিলের ভিতরে লরি ভর্তি সরকারি চাল রয়েছে। সেই চাল অন্য বস্তায় ভরার কাজ চলছে। বস্তায় স্বচ্ছ ভারত মিশনের লোগো দেওয়া রয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতেই শনিবার একাধিক টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাবিবপুর সব অভিযোগ খারিজ করেন বিজেপি-র সমালোচনা করেছেন তিনি। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন,’দয়া করে বুঝুন, পশ্চিমবঙ্গ সরকারের গণবন্টন সরবরাহ পরিষেবায় শ্রীকৃষ্ণ রাইস মিল নথিভুক্ত। রেশনের জন্য এখানে স্বাভাবিকভাবেই চাল আসবে।’ মমতা জানান, ‘কোভিড মহামারীর কারণে যদি মিলে হঠাৎ চালের প্রয়োজন হয় তবে তা তৃতীয় পক্ষের থেকেই নিতে হবে।’
অন্য আরেকটি টুইটে যুক্তি দিয়ে মুখ্যমন্ত্রী বোঝান, ‘যদি ২০১৯-২০ সালের সরবরাহকৃত চালের বস্তা চুরি হয় তবে সেখানে ২০১৮-১৯ সাল লেখা থাকবে না।’ এরপরই বিজেপি শিবিরকে আক্রমণ শানিয়ে মমতা লেখেন, ‘ভুয়ো খবর রটিয়ে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা তুলে ধরতে গিয়ে অপনারা সমাজের কত ক্ষতি করছেন তা আন্দাজ করতে পারছেন না, এমনকী আপনারা মূল বিষয়গুলো পর্যন্ত খতিয়ে দেখতে ভুলে গিয়েছেন।’ টুইটে একেবারে শেষে ‘সত্যান্বেষী’ শব্দের প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।