অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার টেস্ট ক্রিকেটে ফের শীর্ষস্থান দখল করার পর পুরোপুরি খুশি হতে পারছেন না। তাঁর লক্ষ্য ভারতের মাটিতে বিরাট কোহলির দলকে হারানো। বল বিকৃতি কেলেঙ্কারির ঝড়-ঝাপ্টা সামলে শুক্রবার অস্ট্রেলীয় দল ফের টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছে।
অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে ল্যাঙ্গার বলেন, “আমরা জানি র্যাঙ্কিংয়ে অবস্থান পাল্টে যেতে সময় লাগে না। তবে এক নম্বরে উঠে আসতে পেরে আমরা খুশি। আমরা দল হিসেবে যে জায়গায় আসতে চাই, সেখানে পৌঁছতে গেলে এখনও অনেক কাজ বাকি। তবে আশা করি গত কয়েক বছরে আমরা ভালই পারফর্ম করেছি। শুধু মাঠের মধ্যেই নয়, মাঠের বাইরেও।’’
তাঁদের সামনে সব চেয়ে বড় পরীক্ষা কী, সেটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। ‘‘অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভাল ফল করা। তবে তার পাশাপাশি ভারতকে ওদের দেশে হারাতে হবে। অস্ট্রেলিয়াতেও ওদের হারাতে হবে আমাদের। একটা সেরা দলকে হারালে তবেই নিজেদের সেরা বলা যায়। আমাদের সামনে বেশ কয়েকটা কঠিন দলকে হারানোর চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’’