আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল টিম ইন্ডিয়া। শুক্রবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি সর্বশেষ যে র্যাঙ্কিং প্রকাশিত করেছে তাতে দেখা যাচ্ছে, বিরাট কোহলিদের টপকে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। ভারত রয়েছে তৃতীয় স্থানে।
তবে টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথম তিনটি স্থানাধিকারী দল এর মধ্যে পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়। অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ১১৬ পয়েন্ট। ১ পয়েন্ট পিছনে রয়েছে নিউজিল্যান্ড। ভারত সংগ্রহ করেছে ১১৪ পয়েন্ট। এতদিন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল পাকিস্তান। তাদের পিছনে ফেলে এই প্রথম শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। ওয়ানডে র্যাঙ্কিংয়ে গত বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড নিজেদের অবস্থান আরো মজবুত করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
লকডাউনের মাঝে এটা নিঃসন্দেহে টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। কিছুদিন আগে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে কোহলি বাহিনী ০-২ ব্যবধানে পর্যুদস্ত হয়েছিল। তার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। ২০১৬ সালের অক্টোবর থেকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান বজায় রাখতে পেরেছিল ভারত। গতবছর পাঁচ দিনে ক্রিকেটে দারুন পারফর্ম করে ক্রমতালিকায় নিজেদের অবস্থান অটুট রাখতে পেরেছিল কোহলি বাহিনী। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ভারত এখনো প্রথম স্থানে রয়েছে। তবে টিম পেইনের নেতৃত্বে দ্রুত উপরের দিকে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের খেসারত হিসেবে শীর্ষস্থান হাতছাড়া করতে হলো বিরাট কোহলি দের।