এই নিয়ে দ্বিতীয় বার মেয়াদ বাড়ানো হল লকডাউনের। গত ২৫ মার্চ থেকে দেশব্যাপ লকডাউন চলছে। আবারও বাড়ানো হল লকডাউন। এই ঘোষণার পরেই টুইটে মোদী সরকারকে ফের নিশানা বানালেন পরিচালক অনুরাগ কাশ্যপ। টুইটে তাঁর আক্রমণ, লকডাউন ছাড়া কেন্দ্রের কাছে আর কোনও হাতিয়ার নেই!
অনুরাগের তোপ, “করোনা রুখতে কেন্দ্রের কাছে লকডাউন ছাড়া আর কিচ্ছু নেই! এভাবেই মাসের পর মাস ধরে লকডাউন চলবে। ভেঙে পড়বে দেশের অর্থনীতি। করোনা সংক্রমণের আগেই না খেতে পেয়ে মৃত্যু হবে ভুখা মানুষদের। তবু লকডাউন থামবে না। কারণ, সরকারের কাছএ সংক্রমণ থামানোর কোনও যোজনা নেই। কোনও নতুন দিশা নেই। রোগের বিরুদ্ধে লড়াই চালানোর অর্থও নেই। এখন সমস্ত দল, বৈজ্ঞানিক, কর্পোরেট সেক্টর, অর্থনীতিবিদদের এককাট্টা হতে হবে। লকডাউন নয়, দেশ চালানোর নতুন উপায় খুঁজতে হবে একসঙ্গে। মসনদে বসে নির্দেশ না দিয়ে এবার পথে নামুন মোদীজি। তবে যদি কোনও সুরাহা মেলে।”
দেশে এখনও পর্যন্ত একদিনের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শনিবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ২,২৯৩ জন। এর ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৭,৩৩৬ জন।