আগেই মহারাষ্ট্রের হাজুর সাহিব গুরুদ্বারা থেকে বাড়ি ফিরে করোনা আক্রান্ত হয়েছিলেন পাঞ্জাবের ৭৬ জন। তবে আশঙ্কা করা হয়েছিল, কয়েকদিনের মধ্যেই সেই সংখ্যাটা বাড়বে। পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। হাজুর সাহিব থেকে ফেরা পুণ্যার্থীদের মধ্যে আরও ৯১ জন শুক্রবার করোনায় আক্রান্ত হলেন। ফলে মোট আক্রান্ত পুণ্যার্থীর সংখ্যা বেড়ে হল ১৯৭। এ কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ওপি সোনি। এর ফলে পাঞ্জাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৮৫।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের নান্দেদে হাজুর সাহিব গুরুদ্বারা শিখদের জন্য পবিত্র স্থান। দেশ জুড়ে লকডাউন ঘোষণার আগেই সেখানে প্রচুর মানুষ গিয়েছিলেন। কিন্তু লকডাউনের ফলে প্রায় ৪০০০ মানুষ সেখানে আটকা পরে যান। গুরুদ্বারা পক্ষ থেকে জানানো হয়েছিল তারা নাকি কোয়ারেন্টাইনের ব্যবস্থা করেছে।
যদিও পাঞ্জাব সরকার প্রায় ৩৫০০ জনকে রাজ্যে ফেরত নিয়ে আসে। কিন্তু তাদের মধ্যে ১৯৭ জন করোনায় আক্রান্ত ইতিমধ্যেই হয়ে গিয়েছেন। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ইতিমধ্যেই হরিয়ানা সরকার হাজুর সাহিব থেকে ফেরা সেই রাজ্যের ১৮ জন পুণ্যর্থীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে। অন্যদিকে, মহারাষ্ট্র সরকারও হাজুর সাহিবের লঙ্গর বন্ধ করার নির্দেশ দিয়েছে।