দেশজোড়া লকডাউনের মধ্যেও বেড়েই চলেছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৩৩৬। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২৯৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। আর এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। সাড়ে ১১ হাজারের বেশি মানুষ ইতিমধ্যেই সে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। এবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ব্যক্তিগত বাসভবন ‘মাতোশ্রী’র দায়িত্বে থাকা তিন নিরাপত্তারক্ষীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এল। ওই তিন জনের চিকিৎসা শুরু হয়েছে।
মুম্বই পুলিশ সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে দু’জন নাইট শিফটে কর্তব্যরত অবস্থায় ছিলেন। তাঁরা শুক্রবার সকালে বাড়ি যান। বাকি এক জন ওই দিন সকালেই কাজে যোগ দিয়েছিলেন। উল্লেখ্য, এর আগে গত মাসেই মাতোশ্রীর কাছে একটি চায়ের দোকানের মালিকের করোনা ধরা পড়েছিল। এর পর উদ্ধবের বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা ১৩০ জন নিরাপত্তাকর্মীকে কোয়রান্টাইনে পাঠানো হয়। কারণ তাঁদের মধ্যে অনেকেই ওই চায়ের দোকানে মাঝে মাঝেই যেতেন। ১৯ এপ্রিল ভার্সায় উদ্ধবের সরকারি বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ ইনস্পেকটরের করোনা ধরা পড়েছিল।