দ্বিতীয় দফার লকডাউন আগামী রবিবারেই শেষ হওয়ার কথা ছিল। তবে তার আগেই দেশজুড়ে আরও দু’সপ্তাহ বেড়েছে লকডাউনের মেয়াদ। শুক্রবার বিকেলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছে যে ১৭ মে পর্যন্ত চলবে দেশজোড়া লকডাউন। তবে এ হেন লকডাউনের মধ্যেও বেড়েই চলেছে সংক্রমণ। যেমন গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২২৯৩ জন। মৃত্যু হয়েছে ৭১ জনের। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২১৮। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৩৩৬। আর দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি মহারাষ্ট্রে। সে রাজ্যে ইতোমধ্যেই আক্রান্ত হয়েছেন ১১৫০৬ জন। তার মধ্যে মৃত্যু হয়েছে ৪৮৫ জন রোগীর। তাই করোনা মোকাবিলায় এবার অভিনব উদ্যোগ নিল মহারাষ্ট্র সরকার। মুম্বইয়ের পথে নামল মোবাইল করোনা টেস্টিং বাস। শুক্রবার ওই নয়া বাসের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে, পরিবেশমন্ত্রী আদিত্য ঠাকরে, বৃহন্মুবই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার প্রবীণ পরদেশি।
জানা গিয়েছে, করোনার টেস্টে রোগীর সংখ্যা সামাল দিতেই এই বিশেষ বাস। ভিডিও কনফারন্সের মাধ্যমে বাসটি উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রীরা। ওরলির ন্যাশানাল স্পোর্টস ক্লাব থেকে এদিন এই বিশেষ বাসটি যাত্রা শুরু করে। আইআইটি অ্যালুমনি কাউন্সিল ও কৃষ্ণা ডায়গনেস্টিকের যৌথ উদ্যোগে এই বিশেষ বাসটি চালু করা হয়েছে। জানা গিয়েছে, গোটা বাসটির অন্দরমহল একটি অত্যাধুনিক করোনাভাইরাস টেস্টিং ল্যাব। যেখানে রয়েছে পরীক্ষার জন্য অত্যাধুনিক সরঞ্জাম। এক্স রে মেশিনও রয়েছে তাতে। দেশের মধ্যে মুম্বইতে প্রথম মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু হল।
প্রসঙ্গত, মোবাইল করোনা টেস্টিং ল্যাব মূলত ঘনজনবসতিপূর্ণ এলাকা, বস্তি এলাকায় ঘুরে ঘুরে মানুষের করোনা টেস্ট করতে পারবে। খুব কম সময়ের মধ্যে অনেক রোগীর টেস্ট করা যাবে বলে আশা। শীঘ্রই দেশের অন্যান্য শহরেও দেখা মিলবে এই বিশেষ বাস।