লকডাউনের জেরে চরম দুর্দশায় থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক। এই দাবিতে একাধিকবার কেন্দ্রের কাছে সোচ্চার হয়েছে কংগ্রেস। তবে তাদের সে আবেদনকে বিশেষ আমল দেয়নি সরকার। অবশেষে তৃতীয় দফায় লকডাউন বানানোর পর পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছে কেন্দ্র স্পেশাল ট্রেনের কথা ঘোষণা করা হয়েছে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রকে সাধুবাদ দিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদম্বরম। শনিবার এক টুইটে তিনি লেখেন দেরিতে হলেও অবশেষে বোধোদয় হয়েছে কেন্দ্রীয় সরকারের।
শনিবার নিজের টুইটারে কেন্দ্রকে বিঁধে দীর্ঘ এক টুইট করেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী। তিনি লেখেন, ‘২৯ এপ্রিল, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরতে দেওয়ার দাবি তোলা হলেও তার কোনও প্রতিক্রিয়া দেয়নি সরকার। ৩০ এপ্রিল, পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ্যে ফেরাতে বাসের অনুমতি দেওয়া হবে। ১ মে, প্রবাসী শ্রমিকদের ঘরে ফেরাতে স্পেশাল ট্রেনের অনুমতি। দেরিতে হলেও বোধোদয় হয়েছে। দুর্বল ভাবনা-চিন্তা ও অপরিকল্পিত উদ্যোগে আরও এক প্রকৃষ্ট উদাহরণ পাওয়া গেল।’
উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে সবচেয়ে বেহাল অবস্থার মধ্যে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। কয়েকশো কিলোমিটার হেঁটে পাড়ি দিয়ে কেউ বাড়ি ফিরলেও ফিরতে পারেননি অনেকেই। এহেন পরিস্থিতিতেবারবার সরকারের কাছে অনুরোধ করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর ব্যবস্থা করতে। তবে এতদিন সে কথায় আমল দেয়নি কেন্দ্রীয় সরকার। এদিকে তৃতীয় দফায় আগামী ১৭ মে পর্যন্ত ফের বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা। তার মাঝেই অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার জন্য। এ বিষয়ে সরকারের তরফে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়েছে।