দিল্লীর সিআরপিএফ ব্যাটেলিয়ানে থাকা জওয়ানদের মধ্যে অন্তত ১২২ জন জওয়ান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও ১০০ জওয়ানের নমুনা পরীক্ষার রিপোর্ট আসা বাকি আছে বলে জানা গিয়েছে।
এঁরা প্রত্যেকেই একই ব্যাটিলিয়নের। তাঁরা পূর্ব দিল্লীর একটি ক্যাম্পে ছিলেন বলে জানা গিয়েছে। এই নিয়ে এই ব্যাটেলিয়নেই মোট আক্রান্ত হলেন ১২২ জন জওয়ান। এর পাশাপাশি অন্য ব্যাটেলিয়ন মিলিয়ে দেশে মোট ১২৭ জন সিআরপিএফ জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে দিল্লিতে মৃত্যু হয়েছে এক সিআরপিএফ জওয়ানের।
এর আগে মহারাষ্ট্রের মুম্বইয়ে ২০ জন নৌসেনা অফিসার করোনা আক্রান্ত। তাঁরা ছিলেন, নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস আংরে-তে। এখন ওই ২০ জনের মুম্বইয়ে নৌবাহিনীর হাসপাতালে চিকিত্সা চলছে। প্রথমে নৌসেনার এক অফিসারের করোনা পজিটিভ ধরা পড়ে। তারপর তাঁর সংস্পর্শে আসা বাকিদের নমুনা পরীক্ষা করা হয়।