মারণ ভাইরাসের জেরে বিশ্বজুড়ে জারি থাকবে আপৎকালীন পরিস্থিতি। শুক্রবার ঘোষণা করলেন হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস। এদিন নতুন উদ্বেগের কথা জানান। তিনি বলেন, “করোনা ভাইরাস আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বহু দেশে ছড়িয়ে পড়ছে। এই এলাকার বহু দেশে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত দুর্বল। এশিয়া এবং ইউরোপের বহু দেশে সংক্রমণের গতি কমলেও আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার এই প্রবণতা উদ্বেগের।”
গত ৩০ জানুয়ারী তখনও চিনের বাইরে সংক্রমণ সেভাবে ছড়ায়নি। সেসময় চিনের বাইরে করোনার পরীক্ষা করা হয়েছিল ১০ হাজার জনের। সংক্রমিত হন মাত্র ৯৮ জন। তখন করোনা ভাইরাস সংক্রমণের জেরে বিশ্ব স্বাস্থ্যে আপৎকালীন পরিস্থিতি জারি করে হু। কিন্তু সে ঘোষণার পরও পরও টনক নড়েনি বিশ্বের বহু দেশের।
হু প্রধান দাবি করেন, এই ভাইরাস মোকাবিলার জন্য যথাসময়ে বিশ্বনেতাদের সতর্ক করেছিলেন তাঁরা। আগেই তিনি জানিয়ছিলেন, বিশ্বের অধিকাংশ দেশ তাঁদের দেওয়া প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করেছে। আর সেকারণেই এই দেশগুলিকে এখন ভুগতে হচ্ছে।
ফলস্বরূপ আপৎকালীন পরিস্থিতি ঘোষণার ৩ মাস পর বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সংখ্যাটা ৩২ লক্ষ ছাড়িয়েছে।