জরুরী পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগীদের ওপর রেমডেসিভির প্রয়োগ করা যাবে বলে জানিয়ে দিল মার্কিন প্রশাসন। প্রাথমিক পর্যায়ে রোগীদের ওপর এর সুফল মিলার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যদিও এটি মূলত ইবোলা রোগের ভ্যাকসিন।
ভারতের থেকে নেওয়া হাইড্রক্সিক্লোরোকুইন তেমনভাবে সুফল দেয়নি করোনা আক্রান্তদের উপর। এই পরিস্থিতিতে ইবোলার এই ওষুধে ভরসা রাখছে আমেরিকার ফেডারেল ড্রাগ এজেন্সি। এদিন তাদের তরফ থেকে জানানো হয়, ভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর এই ওষুধ প্রাথমিকভাবে ভালো ফল দিয়েছে। সেই কারণে আরও রোগীদের ওপর এর প্রয়োগে সবুজ সংকেত দেওয়া হচ্ছে।
তবে গবেষকদের একাংশের দাবি, ভাইরাসে আক্রান্ত হবার প্রাথমিক পর্যায়ে এই ওষুধ কার্যকর ভূমিকা পালন করতে পারে। কিন্তু সংক্রমণ গভীরে ছড়িয়ে গেলে এই ওষুধ কতটা কাজ করতে পারবে তা এখন বলা কঠিন। যদিও তথ্য বলছে, প্রাথমিক পর্যায়ে করোনা সংক্রমণ যাদের ধরা পড়েছে তাদের মধ্যে ৬২ শতাংশ রোগী এই ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন।