দেশজুড়ে লকডাউনের মাঝেই সাধারণ মানুষের জন্য রয়েছে সুখবর৷ দেশের তেল সংস্থাগুলি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে৷ দিল্লীতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৬২.৫ টাকা৷ দাম কমে প্রতি সিলিন্ডারের দাম হয়ে ৫৮১.৫০ টাকা৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা হয়ে গিয়েছে৷
আইওসি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এবার দিল্লীতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম কমে ৫৮১ টাকা হয়েছে৷ এর আগে যার দাম ছিল ৭৪৪ টাকা৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম ৭৭৪.৫০ থেকে কমে হয়েছে ৫৮৪.৫০ টাকা, মুম্বইয়ে ৭১৪.৫০ থেকে কমে ৫৭৯ টাকা, চেন্নাইয়ে ৭৬২.৫০ থেকে কমে ৫৬৯.৫০ টাকা হয়েছে৷
১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দামও কমানো হয়েছে৷ নতুন দাম পয়লা মে থেকে লাগু করা হবে৷ দিল্লিতে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম ২৫৬ টাকা কমানো হয়েছে৷ এর আগে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ১২৮৫.৫০ টাকা ছিল, যা কমে এখন ১০২৯.৫০ টাকা হয়েছে৷ কলকাতায় দাম কমে হয়েছে ১০৮৬.০০ টাকা, মুম্বইয়ে ৯৭৮ টাকা ও চেন্নাইয়ে ১১৪৪.৫০ টাকা৷
লকডাউনের আজ ৩৮ তম দিনেও পেট্রোল ও ডিজেলের দামে কোনও বদল করা হয়নি৷ লকডাউনের জেরে দেশে পেট্রোল ও ডিজেলের চাহিদা কমে গিয়েছে অনেকটাই৷ আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, দিল্লীতে ১ লিটার পেট্রোলের দাম ৬৯.৫৯ টাকা ও ডিজেলের দাম ৬২.২৯ টাকা৷