গোটা দেশে যখন করোনা প্রতিষেধকের টিকা নিয়ে চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ তখনই দিল্লীর এক করোনা আক্রান্ত সুস্থ হয়ে ওঠেন প্লাজমা থেরাপির সাহায্যে। তারপরই প্লাজমা থেরাপির সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু এই অবস্থায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত এক ব্যক্তির উপর প্লাজমা থেরাপি প্রয়োগ করতে গেলে মারা গেলেন তিনি।
মহারাষ্ট্রে মারা গেছেন প্লাজমা থেরাপি প্রয়োগ করা প্রথম ব্যক্তি। ২৯ এপ্রিল রাতেই মারা যান এই পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি। মহারাষ্ট্রের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
যদিও প্লাজমা থেরাপি ব্যবহার করে প্রথমে সুস্থ হয়ে ওঠেন কেরালার এক ব্যক্তি। সেই পথ অনুসরণ করে পরে দিল্লী ও তারপর বাংলায় করোনা আক্রান্ত সুস্থ হয়ে ওঠেন।
সঠিকভাবে না চালালে অবশ্য থেরাপির খারাপ প্রভাব সম্পর্কে সতর্ক করে দিয়েছে এই কেন্দ্রীয় সরকার। কয়েকদিন আগেই একটি সাংবাদিক বৈঠকে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, করোনায় সংক্রমিতদের উপর এই প্লাজমা থেরাপির ব্যবহার সত্যিই উৎসাহ জোগায়।