জঙ্গী সংগঠন হিজবুল মুজাহিদিনকে অস্ত্র সাপ্লাই করার অভিযোগে এবার জম্মু কাশ্মীরের এক রাজনীতিবিদকে গ্রেফতার করল এনআইএ। জানুয়ারি মাসেই হিজবুলের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে ধৃত পুলিশ অফিসার দাভিন্দর সিংকে জিজ্ঞাসাবাদ করেই তারিক আহমেদ মীর নামের ওই গ্রাম প্রধানকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। তাৎপর্যপূর্ণ ব্যাপার, ২০১৪ সালে শোপিয়ানের ওয়াচি থেকে বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচন লড়েছিলেন তিনি। শুধু তাই নয়, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চও ভাগ করেছলেন আহমেদ মীর।
এই ঘটনার পরই নিজেদের দায় ঝেড়ে ফেলতে মাঠে নেমেছে বিজেপি। যারা দেশবিরোধী কাজে যুক্ত থাকে দলের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে জানানো হয়েছে। একই সঙ্গে ২০১৮ সালে তারিক আহমেদ মীরকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলেও দাবি জানিয়েছেন। জম্মু কাশ্মীর বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুরের কথায়, ‘২০১৮ সালের ডিসেম্বর মাসে নির্দল পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। যদিও আমরা অক্টোবরেই মীরকে দল থেকে বহিস্কার করে দিয়েছিলাম। ২০১৪ সালে সে কীভাবে বিধানসভা নির্বাচনের টিকিট জোগাড় করল জানি না।’
বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। জানুয়ারিতে ধৃত দাভিন্দর সিংয়ের সঙ্গে আরেক গ্রেফতার হওয়া ব্যক্তি নাভেদ বাবুকে জিজ্ঞাবাদের দরুন নাম উঠে আসে এই বহিষ্কৃত বিজেপি নেতার। নাভেদ তদন্তকারীদের জানায়, মীর-ই তাদের বন্দুক এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের জোগান দিচ্ছিল। ২০১৭ সালে জম্মু কাশ্মীর পুলিশ ছেড়ে সে চারটি রাইফেল নিয়ে চম্পট দেয় এবং জিহাদি সংগঠনে নাম লেখায়। জানুয়ারি মাসেই দাভিন্দরের পাশাপাশি নাভেদ বাবুকেও গ্রেফতার করা হয়েছিল।