দেশজোড়া লকডাউনের মধ্যেই খারাপ খবর এল ক্রিকেটপ্রেমীদের জন্য। আইসিসির নতুন বিবৃতিতে জানা গেল টেস্টের এক নম্বর জায়গা খোয়ালো ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতকে টপকে শীর্ষস্থান দখল করল অস্ট্রেলিয়া। দুইয়ে উঠে এল নিউজিল্যান্ড। আর বিরাট কোহলির দল নেমে গেছে তিনে।
আইসিসি এদিন এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০১৬ সালের অক্টোবর থেকে ভারত এক নম্বরে ছিল। তার কারণ হল ২০১৬-১৭ মরসুমে ভারত মাত্র একটাই টেস্ট হেরেছিল আর জিতেছিল ১২ টেস্ট। সর্বশেষ আপডেটের সময় সেই রেকর্ড সরিয়ে দেওয়া হয়েছে। ভারত সেই সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সহ পাঁচটি টেস্ট সিরিজ জিতেছিল। অন্য দিকে, অস্ট্রেলিয়া সেই সময়ে ভারত ছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল।’ আইসিসি-র টেস্ট র্যাঙ্কিং অনুযায়ী অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারতের রেটিং যথাক্রমে ১১৬, ১১৫ ও ১১৪।
সদ্য নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে ভারত ০-২ হেরেছে। তার পরই করোনা ভাইরাসের দাপটে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। এর ফলে ক্রিকেটমহল মনে করছে, কিউয়িদের দেশে গিয়ে টেস্ট সিরিজে দুরমুশ হওয়া ভারতের শীর্ষস্থান হারানোর অন্যতম কারণ। তবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও ভারতই এক নম্বরে রয়েছে।