মাত্র আড়াই বিঘা জমি৷ যা দখল করার জেরে ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা। একই পরিবারের ৬ জনকে খুন করা হল। বাদ গেল না ২ বছরের শিশুও। উত্তরপ্রদেশের বানথারার নানমাউ গোদাউলি গ্রামের ঘটনা।
পরিবারের ৬ জনকে কুপিয়ে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করল ওই পরিবারেরই এক ব্যক্তি। হাতে রক্তাক্ত ধারালো অস্ত্র ও দেশি পিস্তল নিয়ে ছেলেকে নিয়ে থানায় ধরা দেয় সে।
কী ভাবে নারকীয় হত্যাকাণ্ড চালায়, তা পুলিশের কাছে বর্ণনা করেছে সে খুনের কয়েক ঘণ্টার মধ্যেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ৪৫ বছরের অজয় সিং ও তার ২০ বছরের ছেলে অবিনাশ। সঙ্গে সঙ্গে অপরাধস্থলে ছোটে পুলিশ।
জেরায় অভিযুক্ত জানিয়েছে, তার স্ত্রীর সঙ্গে তার বাবার সম্পর্ক ছিল বলে সন্দেহ হয় তার। তার সন্দেহ ছিল, তাকে কিছু না-জানিয়ে তার বাবার সাহায্য নিয়ে স্ত্রী চাষের ফসল তৈরি করে তা বাপের বাড়িতে পাঠাচ্ছেন। সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করার ছক কষা হয়েছিল বলে সন্দেহ ছিল তার। কৃষানগরের এসিপি দীপক কুমার সিং জানিয়েছেন, বাবা, মা, ভাই, ভাইয়ের স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে খুন করেছে অভিযুক্ত।