চাঁদের পাহাড় থুড়ি চাঁদের পাথর উঠল নিলামে! পৃথিবীর বুকে এই পাথর খুবই দূর্লভ। এখনও পর্যন্ত পৃথিবীর বুকে পাওয়া পঞ্চম বৃহত্তম চাঁদের পাথর নিলাম ঘরে বিক্রি হল দাম উঠল ২ মিলিয়ন পাউন্ড বা ভারতীয় মুদ্রা ১৮,৭৬,৩১,২৫০.০০ টাকায়। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার হয়।
মহাজাগতিক অর্থাৎ পৃথিবীর বাইরের কোনও বস্তু হাতে ধরার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি রয়েছে বলে জানালেন ক্রিস্টির সায়েন্স অ্যান্ড ন্যাচরাল হিস্টোরি বিভাগের প্রধান জেমস হিসলপ। এই চাঁদের পাথর তেমনই এক মহাজাগতিক বস্তু।
NWA12691 নামেই পরিচিত এই চাঁদের পাথর। এখনও পর্যন্ত পৃথিবীতে মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গিয়েছে। ১৩.৫ কেজি ওজনের পাথরটি সম্ভবত কোনও উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে খসে পড়ে পৃথিবীতে এসে পড়ে। যা পড়ে সাহারা মরুভূমি থেকে উদ্ধার হয়।