মেসির গতিতে মুগ্ধ লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন। তিনি জানালেন মেসির স্কিল এবং গতি অসাধারণ। টিভির পর্দায় যা দেখা যায় তার চেয়েও বেশি।
লিভারপুলে অধিনায়ক বলছেন, ” সামনাসামনি কখনওই মনে হবে না বিশাল কাউকে দেখছি। কিন্তু খেলা শুরু হলেই বোঝা যায়, ও একেবারে অন্য রকম ভাবে ফুটবলটা খেলে। টিভিতে আমরা যেমন দেখি, মোটেও সে রকম নয়। তার চেয়েও বেশি কিছু। তা ছাড়া কী মারাত্মক গতি!’’ তিনি যোগ করেছেন, ‘‘চ্যাম্পিয়নস লিগে মেসির ফ্রি-কিকটার কথা ভাবলে এখনও বিশ্বাস হয় না যে শটটা থেকে গোল হয়েছিল।’’