করোনা সংক্রমণ রুখতে গোটা দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র। ইতিমধ্যেই যার মেয়াদ আরও বাড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এই লকডাউনের খেসারতও দিতে হচ্ছে অর্থনীতিকে। বাড়ছে দেশের আর্থিক ক্ষতির পরিমাণ। এই পরিস্থিতিতে ভারত যদি আবার লকডাউনের পথে হাঁটে তাহলে ভারতীয় অর্থনীতিতে তার প্রভাব বিধ্বংসী হয়ে উঠবে। রাহুলের সঙ্গে কথোপকথনে এমনটাই জানান রাজন। করোনা মোকাবিলায় ২৫ মার্চ থেকে জারি হওয়া ২১ দিনের লকডাউন বাড়িয়ে ৩ মে পর্যন্ত সম্প্রসারিত করা হয়। লকডাউনের মেয়াদ শেষের মুখে চলে আসায় আবারও এই লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা নিয়ে সারা দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে রঘুরাম রাজনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে দাবি পর্যবেক্ষকদের।
রাজন বলেন, ‘বিষয়টি সম্পর্কে যতদূর সম্ভব তথ্য থাকাটা খুব গুরুত্বপূর্ণ। মানুষের জীবিকার বিষয়টি আমাদের ভাবতেই হবে, এবং সেটি (অবস্থার সঙ্গে) সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। শুধু অফিস খুললেই হবে না, দেখতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মস্থলে যাতায়াত করা যাচ্ছে কিনা।’ রাহুল গান্ধীর সঙ্গে ভিডিও বার্তালাপে ভারতের শীর্ষ ব্যঙ্কের প্রাক্তন গভর্নর বলেন, দ্বিতীয় বা তৃতীয় লকডাউন দেশের অর্থনীতির পক্ষে বিধ্বংসী হয়ে যাবে। লক্ষ্য হিসেবে ১০০ শতাংশ সাফল্যকে স্থির করতে যাওয়া ঠিক নয় কারণ সেটা সম্ভবও নয়। কিন্তু এবার সবকিছু খোলার জন্য ব্যবস্থা গ্রহণ করতেই হবে।